ডেঙ্গু: তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের বছর
Female Aedes aegypti mosquito, a carrier of the Dengue fever, feeding on the human skin, 2005. Image courtesy Centers for Disease Control (CDC) / James Gathany. (Photo by Smith Collection/Gado/Getty Images)

ডেঙ্গু: তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের বছর

দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে, যা নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৭১ জনে।

এইডিস মশাবাহিত এই রোগে নিয়ে বাংলাদেশে এক বছরে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। চারবছর আগে ২০১৯ সালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ভর্তি হয়েছিল এবং ২০২২ সালে এ সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও চার জনের। এতে এ বছর মোট ৩১৪ জনের মৃত্যু হল।

এদিন সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪০ জন, ঢাকা বিভাগে ২৩৭ জন, ময়মনসিংহে ৩১ জন, চট্টগ্রামে ২১৪ জন, খুলনায় ১৫৪ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ১১৮ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী ভর্তি হয়েছেন।এসময়ে যারা মারা গেছেন তাদের দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *