স্টাফ রিপোর্টার: জে এস সেলিম
মোট আটটি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠিত, এর মধ্যে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিহাট, নীলফামারী দিনাজপুর, ঠাকুরগাঁও,পঞ্চগড়।
স্বাধীনতার পর থেকে দুর্বল অর্থনীতির উত্তরবঙ্গের শিল্পোন্নয়নে তেমন কোন অগ্রগতি লক্ষ্য করা যায়নি।
এখানকার অধিকাংশ মানুষ কৃষিজীবী। দ্রব্যমূল্যের উদ্ধগতি ও আধুনিক জীবন যাপনে আকৃষ্ট হয়ে এখানকার শ্রমজীবীরা কৃষিতে আগ্রহ হারিয়ে ফেলছে। ফলে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের অভাব সৃষ্টি হচ্ছে বেকারত্ব।
আঞ্চলিক শ্রমবাজারের মন্দা অবস্থা থাকায় এখানকার সস্তা শ্রমিকরা চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে।
রংপুর বিভাগের শ্রম বাজার সস্তা হওয়ায়, এই অঞ্চলে ভারী , মধ্যম শিল্প কারখানা তৈরি হলে বাংলাদেশের অর্থনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে এবং শিল্প উৎপাদন খরচ কম হবে। শিল্প ও দ্রব্যমূল্য সহনশীল রাখতে রংপুর বিভাগের শিল্প উন্নয়ন এখন সময়ের দাবি।
রংপুর বিভাগের আটটি জেলায় ভারী শিল্প কারখানা তৈরি প্রধান অন্তরায় গ্যাস সংযোগ না থাকা।
উল্লেখ থাকে যে বর্তমানে রংপুর বিভাগে গ্যাস সংযোগ লাইন নির্মাণের কাজ চলমান।
রংপুর বিভাগের প্রতিটি জেলায় গ্যাস সংযোগ প্রতিষ্ঠিত করা হলে, অবহেলিত অঞ্চলটিতেও গড়ে উঠবে ভারী ও মাঝারি শিল্প কারখানা। মিলবে কর্মসংস্থান, ম্লান হয়ে যাবে অঞ্চলের মানুষের হতাশা। মুছে যাবে উত্তরে জনপদ গুলির মানুষের জন্য অভিশপ্ত মঙ্গা।



