বড় ভাইকে খুনের মামলায় ছোট ভাইকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত

বড় ভাইকে খুনের মামলায় ছোট ভাইকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত

স্টাফ রিপোর্টার: জে এস সেলিম
২০২১ সালের ১৬ নভেম্বর গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়ায় ভাত খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই শহিদুল ইসলাম কে খুনের ঘটনায় ছোট ভাই আরিফ বিল্লাকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
মামলার এজাহার সুত্রে জানা যায় পারিবারিক কলহের জেরে সামান্য ভাত খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই আরিফ বিল্লাহ এবং মা হামিদা বেগমের সাথে তর্ক বাধে। এক পর্যায়ে ছোট ভাই রাইস কুকারে লাথি মারলে উপরের অংশ ভেঙ্গে যায়।

পরে বড় ভাই শহিদুল ইসলাম ছোট ভাইয়ের কাছে রাইস কুকার ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে ছোট ভাই আরিফ উত্তেজিত হয়ে বারান্দায় থাকা কাঠের বাতা দিয়ে বড় ভাই শহিদুলের মাথায় আঘাত করে।
পরে তাকে চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর মৃত্যুবরন করে। এঘটনায় মৃতের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে ২০ নভেম্বর ২০২১ এ সাদুল্যাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন এবং এই মামলায় মোট ২০ জন স্বাক্ষীর মাঝে বাবা মা ও ছিলেন।

আজ দির্ঘ শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ ম আদালতের বিচারক আতিকুর রহমান এ রায় প্রদান করেন।
এ রায়ে রাস্ট্র পক্ষের আইনজীবি এ্যাড,নিরঞ্জন কুমার কুমার ঘোষ সন্তোষ প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবি এ্যাড আবু আলা সিদ্দিকুুল ইসলাম রিপু রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *