গাইবান্ধায় সাংবাদিকদের নিয়ে জেলা জামায়াতের মতবিনিময় সভা

গাইবান্ধায় সাংবাদিকদের নিয়ে জেলা জামায়াতের মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে গাইবান্ধা জেলা শাখা।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১.৩০ টায় গাইবান্ধা দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জানানো হয়,আগামী ২৪ ডিসেম্বর গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় শুরু হবে জেলার কর্মী সম্মেলন ।সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলন চলবে দুপুর পর্যন্ত। সমাবেশে এক লক্ষ থেকে ১ লক্ষ ২৫ হাজার
কর্মী অংশ নেবেন বলে তাঁরা আশা করছেন।

অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমির আব্দুল করিম সরকার।
গাইবান্ধা জেলা সেক্রেটারী জহুরুল হক,এ ছাড়া নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ প্রধান, সহকারী সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান, শহর আমির ফেরদৌস আলম ফিরোজ, জেলা শিবিরের সেক্রেটারী রুম্মান ফেরদৌস,
গাইবান্ধার খবর পত্রিকার সম্পাদক
জোবায়ের হোসেন সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।জেলা আমির বলেন,
গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট জাতি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। প্রায় দেড় যুগ পরে আমরা গাইবান্ধার আপামর জনতার পাশাপাশি সাংবাদিক বন্ধুদের নিয়ে
মতবিনিময় সভা করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি।

তিনি বলেন, আগামী মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গাইবান্ধা সফর করবেন। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন হবে। সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *