বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা সদর উপজেলা যুব জামায়াতের নতুন কমিটি গঠিত হয়েছে।
শনিবার (৪ই জানুয়ারি ) গাইবান্ধা দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে সকাল ১০টায় এক কর্মী বৈঠকের মধ্য দিয়ে এই কমিটি গঠিত হয়।
কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নূরনবী সরকার,সেক্রেটারী হিসেবে নির্বাচিত হয়েছেন গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল।
এছাড়াও সহসেক্রেটারী পদে প্রকৌশলী মো. আমজাদ হোসেন, সাংগাঠনিক সম্পাদক পদে হারুন অর রশিদ মিঠু, অফিস সম্পাদক পদে রুহুল আমিন রঞ্জু, প্রচার ও মিডিয়া সম্পাদক পদে মিজু আহমেদ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক পদে শামীম আহমেদসহ মোট ৭টি পদে কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কর্মী বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াত আমীর আব্দুল করিম সরকার।



