গাইবান্ধা প্রতিনিধিঃ জাহাঙ্গীর আলম প্লাবন
গাইবান্ধা শিল্প ও বানিজ্য মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে, এ সময় আহত হয়েছেন ৫ জন।
সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গন মাঠে মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাতে মেলায় একটি দোকানে চুরির অভিযোগ এক মহিলাকে আটক করে মারপিট করে কয়েকজন ব্যবসায়ী।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আসাদুজ্জামান মিয়া তাকে মারধরের পরিবর্তে থানায় দেয়ার পরামর্শ দেন।
এতে ক্ষিপ্ত হয়ে তার সাথে বিবাদে জড়ায় তারা।
খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতারা ঘটনাস্থলে গেলে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে বেশ কয়েকজন।
এতে ধারালো অস্ত্রের আঘাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব বাইজিত বোস্তামিম জিম, যুগ্ম সম্পাদক শিপন মিয়া ও আসাদুজ্জামান আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে শরিফুল ইসলাম এর অবস্থা আশঙ্কা জনক জনক। তার পেটে ৫২ টি সেলাই করা হয়েছে।
বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, পূর্ব পরিকল্পিতভাবে নিষিদ্ধ ছাত্রলীগ ও ছাত্রদলের সুবিধাবাদী বেশ কয়েকজন নেতার নেতৃত্বে সদর থানা পুলিশের উপস্থিতিতে এ হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার আল মাহমুদুল হাসান এর নেতৃত্বে গাইবান্ধা সেনা ক্যাম্পের সদস্যরা হাসপাতালে গিয়ে দোষীদের গ্রেপ্তার আশ্বাস দেন।
এদিকে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি এবং সদর থানা ওসির প্রত্যাহারের দাবিতে হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় অবস্থান নিয়েছে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। থানায় সেনাবাহিনীর সহ পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।



