গাইবান্ধা প্রতিনিধি:
আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে গাইবান্ধা পৌরসভার প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রানা ভাইকে দেখতে চাই মর্মে বেশ কিছু লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সেই সব পোস্টের প্রেক্ষিতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা তার ফেইসবুক টাইমলাইনে একটি পোস্ট করেছেন। সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
“সম্মানিত ফেসবুক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী ভাই, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্, আপনাদের প্রতি বিনীত অনুরোধ – সংগঠনের সিদ্ধান্ত বা মতামত না আসা পর্যন্ত আমাদের কোনো প্রার্থী সম্পর্কে প্রচার প্রচারনা করা নিয়ম বহির্ভূত কাজ এবং সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী – তাই এরকম পোস্ট করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ।”



