ঢাকা প্রতিনিধি: মাহমুদ মোত্তাকিম মন্ডল
গাইবান্ধা আড্ডা, ঢাকা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আজ ১৩ রমজান শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে ঢাকা শ্যামলীস্থ প্রিন্স হোটেলে।
গাইবান্ধা আড্ডা, ঢাকা একটি সামাজিক সংগঠন। ঢাকায় বসবাসকারী গাইবান্ধা বাসীদের নিয়ে এই সংগঠন গড়ে উঠেছে আজ থেকে ৩ বছর পূর্বে ২০২২ সালে শুধুমাত্র ঢাকায় বসবাসরত গাইবান্ধাবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে । তারই ধারাবাহিকতায় গাইবান্ধা আড্ডা, ঢাকা প্রায়শই বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে। আজকের ইফতার ও দোয়া মাহফিল আয়োজন তারাই একটি প্রতিফলন।
আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট সংগঠক এহ্তেশাম রফিক, প্রধান অতিথির আসন অলংকৃত করেন এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মো. রাসেল আহমেদ লিটন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন শফিকুল আলম রতন। হামদ্ ও নাদ পরিবেশন করেন এস কবীর প্রিন্স ও রিপন চৌধুরী। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা নোমান। তিনি তার মোনাজাতে বিগত সময়ে গাইবান্ধার যেসব ব্যক্তি মৃত্যু বরণ করেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা ও সকল গাইবান্ধাবাসীর আগামী দিনে সুন্দর জীবন ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন । উপস্থিত ছিলেন ডেপুটি এ্যার্টনি জেনারেল এরশাদুল বারী মামুন এবং মোঃ মাহমুদ মোত্তাকিম মন্ডল।

ইফতারের পূর্বে আলোচনায় অংশগ্রহণ করেন সর্ব সেকেন্দার আযম আনাম, সাবেক গাইবান্ধা জেলা বারের সভাপতি, সাবেক অতিরিক্ত সচিব ওহেদুন্নবী সূর্য, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজীর আহমেদ, প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডা.জাহাঙ্গীর কবির খোকন, আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তাইফুল আলম রোজ, বিশিষ্ট নদী গবেষক প্রোকৌশলী তাজমিলুর রহমান, বিশিষ্ট অ্যাড. ও সমাজসেবক সানোয়ার হোসেন নওরোজ, আহমেদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন ও কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ্ নুরুল কাদির কলি ও এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন। আরো বক্তব্য প্রদান করেন গাইবান্ধায় কৃতি নারী জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক পিংকি এবং নারী জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার ও ফুটবল প্রশিক্ষক শরীফা খাতুন অদিতি।
ইফতার ও দোয়া মাহফিল সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সর্বজনাব অ্যান্ড সানোয়ার হোসেন নওরোজ,রাশেদুল ইসলাম চঞ্চল, রওশন এ রহমান,সিদ্দিকুর রহমান সেলিম,শফিউর রহমান হারুন, শফিকুল আলম রতন, শাহজাহান হোসেন, এস কবীর প্রিন্স, শাহাদাত হোসেন মন্ডল ও অনেকে ।
আলোচনা শেষে সকল বক্তারা গাইবান্ধাবাসীদের এক ও ঐক্যবদ্ধ হয়ে গাইবান্ধা মানুষের সেবায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে সভাপতি উপস্থিত সম্মানিত সকল অতিথিদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যারা সার্বিক দায়িত্ব পালন করে সমগ্র ইফতার ও দোয়া মাহফিলটি সফল ও সুন্দর করতে নিবেদিত প্রাণ হয়ে মেধা ও শ্রম কাজে লাগিয়েছন তাঁতের আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ইফতার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



