অনলাইন ডেক্স:
জন্ম ও পারিবারিক জীবন :
মাওলানা আবদুল আজিজ ১৯৫৭ সালের ১ মার্চ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বানেস আলী মুন্সী, মাতার নাম বিবি জাননেছা । তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
রাজনৈতিক জীবন :
জনাব মাওলানা আবদুল আজিজ ১৯৬৯ সালে ছাত্র ইসলামী আন্দোলনে শরীক হন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে বৃহত্তর ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে যোগদান করেন। যোগদানের পর তিনি প্রচার করতে শুরু করেন ইসলামী রাজনীতি। তিনি সমগ্র গাইবান্ধা জেলায় তার ব্যক্তিত্বকে তুলে ধরেন। মাওলানা আবদুল আজিজ রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর একটি অঞ্চলের দায়িত্ব পালন করেছিলেন। তিনি গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আমীর হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
সামাজিক জীবন :
তাঁর নির্বাচনী এলাকায় বেশ কিছু মাদ্রাসা, মসজিদ পরিচালনার সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিনি তার নির্বাচনী এলাকায় স্থানীয় আর্থসামাজিক, যোগাযোগ ও ভৌত অবকাঠামোগত উন্নয়নমূলক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। তাই স্থানীয় জনগণ তাঁর নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে তাঁকে বাংলাদেশের একজন জনপ্রতিনিধিত্বকারী ব্যক্তি হিসেবে নির্বাচিত করেন।
বিদেশ ভ্রমণ :
তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন; ভারত, নেপাল, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, সুইডেন, চীন ও সৌদি আরব ইত্যাদি।
জীবনাবসান:
গাইবান্ধার এই কৃতি সন্তান ২০২০ সালের আগষ্টে ইন্তেকাল করেন।



