গাইবান্ধা প্রতিনিধি:
আজ ১৭ মার্চ (সোমবার) এপেক্স ক্লাব অব গাইবান্ধার আয়োজনে ইফতার মাহফিল ও ৩৮৯ তম ডিনার মিটিং দেশি ভোজ পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব গাইবান্ধার প্রেসিডেন্ট এপে. মোছাঃ নুরজাহান বেগম এর সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এন.এস.ডি এপে. সাহারুল ইসলাম টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজি-০৭ এপে. আলহাজ্ব শরিফুল ইসলাম, পিডিজি-০৭ এপে. এ.এইচ.এম মনোয়ার হোসেন, পিডিজি-০৭ এপে. সুলতান উদ্দিন আহমেদ, ইফতার ও ডিনার মিটিং এ আরো উপস্থিত ছিলেন, পি পি এপে. মাহফুজুর রহমান স্বপন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. সৈয়দ রোকনুজ্জামান, সেক্রেটারি & ডিএনই এপে. উজ্জ্বল হোসাইন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. খাইরুল ইসলাম, আইপিপি & এক্সপেনসন ডিরেক্টর এপে. রাশেদুল ইসলাম রাসেল, ট্রেজারার এপে. মোশাররফ হোসেন, সার্ভিস ডিরেক্টর এপে. রবিউল ইসলাম রোকন, পিএসডিডি এপে. আবু শাহিন প্রধান। আরো উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বগুড়া, এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ ও এপেক্স ক্লাব অব কুড়িগ্রাম এর এপেক্সিয়ানবৃন্দ।

অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ববর্তী আলোচনায় রমজানে কম সৌভাগ্যবান মানুষদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ,
নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা হয়।
ইফতারের আগে দোয়া পরিচালনা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. সৈয়দ রোকনুজ্জামান।
দোয়া মাহফিলে ক্লাবের মৃত সদস্যদের মাগফেরাত কামনা ও অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া,
সকল এপেক্সিয়ান এবং দেশ ও জনগনের কল্যানে আল্লাহর রহমত কামনা করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও
এ ধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।







