গাইবান্ধা প্রতিনিধি:
আজ ২০ মার্চ (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এপেক্স ক্লাব অব গাইবান্ধা’র উদ্যোগে গোরস্থানের খাদেমদের মাঝে ঈদের নতুন জামা-কাপড় কেনার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শহরের পৌর গোরস্থানে দায়িত্ব পালন করা খাদেমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ক্লাব সদস্যরা খাদেমদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এপেক্স ক্লাব অব গাইবান্ধা’র প্রেসিডেন্ট নুরজাহান নূরী
বলেন, “গোরস্থানের খাদেমরা সারাবছর নিরলস পরিশ্রম করেন। ঈদের খুশিতে তাদেরও অংশীদার করতে আমাদের এই ছোট্ট প্রয়াস। ভবিষ্যতেও আমরা সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।”
ঈদ উপহার বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন,
এপেক্স বাংলাদেশের পিডিজি-০৭ এপে. এ.এইচ.এম মনোয়ার হোসেন লাভলু, আইপিপি এপে. রাশেদুল ইসলাম রাশেদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. খাইরুল ইসলাম সরকার,সার্ভিস ডিরেক্টর এপে.রবিউল ইসলাম রোকন প্রমুখ। উপস্থিত খাদেমরা এই সহযোগিতার জন্য এপেক্স ক্লাব অব গাইবান্ধাকে ধন্যবাদ জানান এবং ক্লাবের সদস্যদের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, এপেক্স ক্লাব অব গাইবান্ধা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।



