গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ গাইবান্ধা জেলা শহরের হোটেল আর রহমানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম।

গাইবান্ধা জেলা আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডা: আব্দুর রহিম সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর আব্দুল ওয়ারেস সরকার, অধ্যাপক মাজেদুর রহমান, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, মোঃ ফয়সাল কবির রানা, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ নুরুন্নবী প্রধান, ওলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান, মোঃ খায়রুল আমিন প্রমুখ। গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল হাকীম থেকে তিলোয়াত করেন।





