গাইবান্ধা সংবাদদাতাঃ জাহাঙ্গীর আলম প্লাবন
গাইবান্ধার সদর উপজেলার হাট-দারিয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ০৯ নং খোলাহাটী ইউনিয়ন ও ১০ নং ঘাগোয়া ইউনিয়ন শাখার যৌথ আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর আব্দুল করিম সরকার।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
জনাব নূরুল ইসলাম মন্ডল উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখা।,
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য খায়রুল আমীন সরকার।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন
এ্যাডভোকেট মো. ওবায়দুল হক, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখা, মো. নুরুন্নবী সরকার, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা সদর উপজেলা শাখা,
ফেরদৌস সরকার রুম্মান, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা মোঃ হাবিবুল্লাহ নূরী, সভাপতি , বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নং ঘাগোয়া ইউনিয়ন শাখা।

আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, ইসলামের আদর্শ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। শেষে দেশ ও জাতির শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।



