বিশেষ প্রতিনিধি: আমজাদ হোসেন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ মার্চ) সকালে গাইবান্ধা দারুল আহসান ট্রাস্ট মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম সরকার।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জননেতা আব্দুল করিম বলেন, “স্বাধীনতা অর্জনের পেছনে লাখো শহীদের আত্মত্যাগ রয়েছে। তাদের স্মরণে আমাদের দেশ গঠনে ন্যায়বিচার, সাম্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা আমীর নূরুল ইসলাম মন্ডল, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা সেক্রেটারি এ্যাডভোকেট মো. ওবায়দুল হক।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য মোনাজাত করা হয়।



