সাহাপাড়ায় জামায়াতে ইসলামীর দাওয়াতি  গণসংযোগে আ’লীগের অতর্কিত হামলায় ২ জামায়াত কর্মী আহত

সাহাপাড়ায় জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগে আ’লীগের অতর্কিত হামলায় ২ জামায়াত কর্মী আহত

গাইবান্ধা প্রতিনিধি: রাহুল ইসলাম রুবেল

আজ সন্ধায় গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নান্দিয়া গ্রামে জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগে বাঁধা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাঁধা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে গেলে সাহাপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের হুকুমে তার সহযোগীরা জামায়াত কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এঘটনায় জামায়াতের ওয়ার্ড সেক্রেটারিসহ দুজন আহত হন। আহতরা বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামের আব্দুল রহমান মন্ডলের পুত্র ও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ শিপন মন্ডল ও তার ছোট ভাই জামায়াতের কর্মী মোঃ স্বপন মন্ডল।
এব্যাপারে আহত শিপন মন্ডল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দাওয়াতি গণসংযোগ করার সময় হঠাৎ আওয়ামী লীগের কিছু লোকজন আমাদেরকে বাঁধা দেয়, বাঁধা উপেক্ষা করে কার্যক্রম অব্যাহত রাখলে স্থানীয় আওয়ামী লীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের নির্দেশে তার লোকজন অতর্কিত হামলা চালায়, এতে আমি আহত হই ও শিপন মন্ডল আহত হয়। পরে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া কালে শিপন মন্ডলের কানে ৬ টি সেলাই দেয়।

এঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মোঃ নুরুল ইসলাম মন্ডল ও সেক্রেটারি প্রভাষক মোঃ ওবায়দুল হক যৌথ বিবৃতিতে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তাদের সন্ত্রাসী এ হামলার
তীব্র নিন্দা জ্ঞাপনসহ দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর আহবান জানাচ্ছি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *