ইউপি চেয়ারম্যানের মানসম্মান হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যানের মানসম্মান হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

তানিন আফরিন
গাইবান্ধা প্রতিনিধি

সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদের মান সম্মান ও তার ব্যক্তিগত ইমেজকে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান রাশেদ লিখিত বক্তব্যে জানান, গত রোববার তার খালা মাসুদা বেগম তার বিরুদ্ধে একটি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেন। যে জায়গাটিকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করা হয়েছে মূলত: তার মামা মো. শফিউল আজমের নামে চলমান লীজ রয়েছে। যা ১৪৩১ বাংলা সাল পর্যন্ত লীজমানি পরিশোধ করা রয়েছে। তার খালা বেশকিছুদিন হলো ওই জায়গায় বসবাসের সুবাদে উক্ত জায়গাটি দেখাশুনা করে। কিন্তু তিনি হঠাৎ করে গত ৬ এপ্রিল উক্ত সাড়ে ১৩ শতক জায়গাটি লীজ নেওয়ার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করে। বিষয়টি মামা শফিউল জানতে পেরে তার খালার সাথে যোগাযোগ করে স্বেচ্ছায় আবেদনটি প্রত্যাহার করে নেয়। তিনি কখনই এই লীজকৃত জায়গার সাথে জড়িত নন, এমনকি তার নিজ নামেও কোন লীজ আবেদন করেন নাই।
এছাড়া তার বিরুদ্ধে যে সকল বানোয়াট ও ভিত্তিহীন মিথ্যা কথা বলেছেন তা পুরোটাই অসত্য উদ্দেশ্যে প্রণোদিত। তার খালা এসবের কোনো প্রমাণ দিতে পারেন নাই। তার এই সম্মানহানির জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মূলত: তার খালা বেশ কিছুদিন আগে কিছু টাকা ধার নেয়। সেই টাকা চাইতে গেলেই তিনি বিভিন্ন সময় খারাপ আচরণ করেন। তার খালা একজন ক্যান্সারের রোগী হওয়ার কারণে বিভিন্ন সময় আবোল-তাবোল কথা বলে তাকে হেয় প্রতিপন্ন করে আসছে।
সংবাদ সম্মেলনে আরও জানান, উল্লেখিত লীজকৃত জমির সাথে তিনি কোনভাবেই সম্পৃক্ত নন। যা একান্তই তার মামা ও খালার মধ্যে সীমাবদ্ধ। তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সংবাদ সম্মেলন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। খালা মাসুদা তার বিরুদ্ধে এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে অপুরণীয় ক্ষতিসাধন করেছেন। এজন্য তিনি তার খালার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন তার মামাতো ভাই মো. নাজমুল হুদা ও হুমায়ুন কবির।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *