গাইবান্ধা সদর পৌরসভার উপ সহকারী প্রকৌশলীর অপসরনের দাবিতে মানববন্ধন
oppo_0

গাইবান্ধা সদর পৌরসভার উপ সহকারী প্রকৌশলীর অপসরনের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর পৌরসভার অধীনে বিভিন্ন আবাসিক অনাবাসিক ভবন নির্মান মালিকদের ঘুষ ও বিভিন্ন হয়রানির স্বীকার হতে হতো। আর নানা প্রকার অপকর্মের সাথে জড়িত ছিলেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শফিউল ইসলাম। নির্মান মালিকদের কাছ থেকে নানা বাহানা দেখিয়ে নেয়া হত বিভিন্ন অঙ্কের অর্থ। গাইবান্ধা জেলার বিভিন্ন কনসালটেন্সি থেকে প্ল্যান করা হলে প্ল্যানের বিভিন্ন ধরনের অযৌক্তিক ভুল ধরতেন এই শফিউল। প্ল্যান পাসের জন্য ফাইল জমা হলে দীর্ঘদিন ঘুরাত নির্মান মালিককে। প্ল্যান পাশে যদি বাড়তি টাকা না দিত তাহলে সেই নির্মান মালিকের প্ল্যানের ব্যপারে নানা মিথ্যা ও ভুলভাল বুঝিয়ে তিনি নিজেই সেই প্ল্যান করে টাকা হাতিয়ে নিত। তার অপকর্ম দিনদিন বাড়তে থাকলে গাইবান্ধা প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যান সংস্থার সকল প্রকৌশলীবৃন্দ নগরকে ঘুষ ও হয়রানিমুক্ত করতে ১০ মার্চ ২০২৫ ইং তারিখে পৌরবাসিকে সংঙ্গে নিয়ে মানববন্ধনের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন অত্র সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রোকনউদ্দৌলা, সহ সভাপতি
প্রকৌশলী সোহরাব, দপ্তর সম্পাদক প্রকৌশলী ফজলে রাব্বি, কোষাধক্ষ্য প্রকৌশলী চমক কুমার সহ সংস্থার সদস্য বৃন্দ। মানববন্ধন শেষে পৌরসভার নির্বাহী কর্মকর্তা,পৌরসভা প্রশাসক,জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *