গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুপতলা ইউনিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ গাইবান্ধা সদর উপজেলার কুপতলা এ কিউ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুপতলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শাকিল প্রামানিক । ইউনিয়ন সেক্রেটারি মোঃ জাকির হোসেনের পরিচালনায় রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি জননেতা প্রভাষক ওবায়দুল হক,সদর যুব বিভাগের সভাপতি নূরনবী সরকার, বায়তুলমাল সেক্রেটারি জামিনুল ইসলাম,
উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শামসুল আলম,ইসলামী ছাত্রশিবির সদর উপজেলা সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে কুপতলা ইউনিয়ন জামায়াতে ইসলামী ও তার সকল বিভাগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধাররণ উপস্থিত ছিলেন।



