সাঘাটা প্রতিনিধি: মোঃ মাছিদুল ইসলাম
সাঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ১৯/০৩/২০২৫ইং, রোজঃ বুধবার, ইফতার মাহফিল ও পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। গাইবান্ধা জেলার সাঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে
ইফতারের পূর্বে বাদ আছর থেকে রমজানের গুরুত্ব সম্পর্কে কুরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র মসজিদের সভাপতি মোঃ কামাল পাশা মন্ডল, সঞ্চালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা মোঃ নূরে আলম সিদ্দিকী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাঘাটা উপজেলা আমীর মাওলানা মোঃ ইব্রাহিম হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ ওয়াহিদুজ্জামান ফারুকী, উপজেলা ওলামা বিভাগের প্রচার সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মোত্তালিব হোসেন শেখ, সাঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ আনিছুর রহমান, সেক্রেটারি মাওলানা মোঃ মশিউর রহমান সরকার, মোঃ শাহ আলম মন্ডল, মাওলানা মোঃ মজিদুল ইসলামসহ অত্র মসজিদের দায়িত্বশীল ও মুসল্লী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ। বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও আমল সম্পর্কে আলোচনা করে। সর্বশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ওয়াহিদুজ্জামান ফারুকী।




