গাইবান্ধা প্রতিনিধি:
রমজান মাস উপলক্ষে এপেক্স ক্লাব অব গাইবান্ধা’র পক্ষ থেকে প্রতিদিন ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও পথচারীদের জন্য এ উদ্যোগ গ্রহণ করেছে গাইবান্ধার ঐতিহ্যবাহী ক্লাবটি। যা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ক্লাবটির স্বেচ্ছাসেবীরা গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন ইফতার বিতরণ করছেন। এতে করে শ্রমজীবী,পথচারী, অসহায় ও দুস্থ মানুষরা উপকৃত হচ্ছেন। এপেক্স ক্লাব অব গাইবান্ধা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. সৈয়দ রোকনুজ্জামান জানান, ক্লাবটি পুরো রমজান মাসজুড়ে এই কার্যক্রম চালিয়ে যাবেন, যাতে আরও বেশি মানুষ উপকৃত হতে পারেন।

এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলছেন, এটি সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। এপেক্স ক্লাব অব গাইবান্ধা’র এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সবার।



