গতকাল ২৩ মার্চ-২০২৫ (রবিবার) – এপেক্স ক্লাব অব গাইবান্ধা’র উদ্যোগে কম সুবিধাভোগী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের অসহায় ও দুস্থ মানুষদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব গাইবান্ধা’র প্রেসিডেন্ট এপে. মোছাঃ নুরজাহান নুরী, এপেক্স বাংলাদেশের পিডিজি-০৭ এপে. এ.এইচ.এম মনোয়ার হোসেন লাভলু, আইপিপি এপে. রাশেদুল ইসলাম রাশেদ, সেক্রেটারি & ডিএনই এপে. উজ্জ্বল হোসাইন,
জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. খাইরুল ইসলাম সরকার,সার্ভিস ডিরেক্টর এপে.রবিউল ইসলাম রোকন প্রমুখ। এপে. রাশেদুল ইসলাম রাশেদ
বলেন, “সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা গ্রহণ করেছি।”
ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য,দুধের প্যাকেট, চিনি, সেমাইসহ অন্যান্য খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল। সুবিধাভোগীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এপেক্স ক্লাবের এই উদ্যোগ আমাদের ঈদ আনন্দকে বাড়িয়ে তুলেছে।”
এপেক্স ক্লাব অব গাইবান্ধা’র নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন এবং অসহায় মানুষের পাশে থাকবেন।



