ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ গাইবান্ধার উদ্যোগে ইফতার মাহফিল  অনুষ্ঠিত

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ গাইবান্ধার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: রাহুল ইসলাম রুবেল

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ (মঙ্গলবার) আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিশিষ্ট প্রকৌশলীরা অংশ নেন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম। তিনি তার বক্তব্যে প্রকৌশলীদের ভূমিকা ও উন্নয়ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ খায়রুল আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক জানে আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল আহম্মেদ, গাইবান্ধা সদর উপজেলার পিআইও মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ), গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাহুল ইসলাম রুবেল, ফোরামের গাইবান্ধা জেলা সাংগঠনিক সম্পাদক ও নাসিব গাইবান্ধা জেলা সভাপতি প্রকৌশলী আমজাদ হোসেন, সহ-সেক্রেটারি প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারি মোঃ মিজানুর রহমান মিজান।
এ সময় বক্তারা প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ততা এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। ইফতার মাহফিল শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *