পূর্বের নামেই ফিরলো গাইবান্ধা স্টেডিয়াম

পূর্বের নামেই ফিরলো গাইবান্ধা স্টেডিয়াম

গাইবান্ধা প্রতিনিধি:

দীর্ঘদিন ‘শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম’ নামে পরিচিত গাইবান্ধার ক্রীড়াভিত্তিক প্রাণকেন্দ্রটির নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই স্টেডিয়ামটি ‘জেলা স্টেডিয়াম, গাইবান্ধা’ নামে পরিচিত হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলাম। তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে গত ২৩ মার্চ প্রকাশিত এক পরিপত্রের মাধ্যমে এই নতুন নামকরণ চূড়ান্ত করা হয়।

স্টেডিয়ামটির ইতিহাস ঘেঁটে দেখা যায়, ২০০৯ সালে গ্যালারি ও প্যাভিলিয়নের নির্মাণের মাধ্যমে এই ভেন্যুটিকে আধুনিকায়নের কাজ শুরু হয়। একই বছর, জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, গাইবান্ধার কৃতী সন্তান ও বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পীকার শাহ্ আব্দুল হামিদের নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল।

নাম পরিবর্তনের সিদ্ধান্তকে কেন্দ্র করে জেলার ক্রীড়ামোদীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পুরনো নামটি সংরক্ষণের পক্ষে থাকলেও, অনেকে প্রশাসনিক সহজীকরণের জন্য নতুন নামকরণকে স্বাগত জানিয়েছেন।

এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক উদ্বোধন বা নামফলক উন্মোচন করা হয়নি, তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, খুব শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন নামটি জনসমক্ষে উপস্থাপন করা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *