পলাশবাড়ীতে ঠুটিয়াপাকুর একরাম উদ্দীন দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন জামায়াত নেতা আবু তালেব মাস্টার

পলাশবাড়ীতে ঠুটিয়াপাকুর একরাম উদ্দীন দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন জামায়াত নেতা আবু তালেব মাস্টার

মোহাম্মাদ আব্দুল মতিনঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর একরাম উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন সভাপতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ রবিবার(১৩ এপ্রিল-২৫) দুপুরে মাদ্রাসার হলরুমে এই অভিষেক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

উক্ত মাদ্রাসার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি জননেতা মাস্টার আবু তালেব সরকার।

মাদ্রাসাটিতে ফ্যাসিস্ট হাসিনার আমলে নিয়োগ বাণিজ্য ও দোকান বরাদ্দ নিয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তৎকালীন মাদ্রাসা সভাপতি ও আওয়ামীলীগ নেতা আব্দুস সোবাহান বিচ্চু ও শরীরচর্চা শিক্ষক শামিম আহমেদের নেতৃত্বে প্রায় দেড় কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম সংঘঠিত হয়।

এরকম একটি ভঙ্গুর অবস্থার প্রেক্ষিতে নতুন সভাপতি হিসেবে মাস্টার আবু তালেবকে পেয়ে স্বস্তির কথা জানিয়েছেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে আগত মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক মন্ডলীগণ মাদ্রাসাটি সুদক্ষ ভাবে পরিচালনার জন্য পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্য প্রদানকারীরা হলেন মেরীর হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃষিবীদ গোলাম রব্বানী, সমাজসেবক মকবুল হোসেন, অবসরপ্রাপ্ত সেনাসদস্য সার্জেন্ট মুনসুর আলী সরকার, পলাশবাড়ী প্রেসক্লাব সাংগাঠনিক সম্পাদক মোহাম্মাদ আব্দুল মতিন, অভিভাবক সদস্য কামরুজ্জামান এবং পলশাবাড়ী উপজেলা ছাত্রশিবির সভাপতি জুয়েল মাহমুদ রানা।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসাটির সুপার মাওলানা আজহারুল ইসলাম এবং পরিচালনা করেন শিক্ষক প্রতিনিধি মাওলানা সাজ্জাদুর রহমান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *