ঐক্যবদ্ধভাবে এ দেশে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে: জামায়াত সেক্রেটারি

ঐক্যবদ্ধভাবে এ দেশে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে: জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা মানুষ খুন করে আনন্দ করে তাদের এ দেশের মানুষ আর কোন দিন গ্রহণ করবে না। শহীদদের রক্তের ঋণ পরিশোধের জন্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। আর সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এ দেশে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট খানজাহান আলী আলিম মাদরাসা মাঠে দেড় যুগ পর প্রকাশ্যে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে এ কথা বলেন তিনি।

নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়ে তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন তা জনগণ পছন্দ করছে না। স্বৈরাচারের দোসরদের এদেশের জনগণ সব সময় ঘৃণা করে। তাদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হলে জনগণ তাদের প্রতিহত করবে।

বাগেরহাট জেলা জামায়াতের আমির রেজাউল করিমের সভাপতিত্বে রুকন সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার শফিকুল আলম, অধ্যক্ষ মশিউর রহমানসহ আরও অনেকে।

এর আগে তিনি নতুন জেলা আমিরের শপথ বাক্য পাঠ করান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *