গাইবান্ধা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা সদর উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে।
৩০ নভেম্বর (শনিবার) গাইবান্ধা আদর্শ শিক্ষালয়ের হলরুমে, রোকন সম্মেলন শেষে এ কমিটি গঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি , মোঃ ওবায়দুল হক , গণমাধ্যম কর্মীদের কাছে উপজেলা জামায়াতের কমিটির নামের তালিকা পাঠান।
কমিটিতে উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ নুরুল ইসলাম মন্ডল, সেক্রেটারি মোঃ ওবায়দুল হক, সহ সেক্রেটারি মোঃ নুরুন্নবী সরকার, বাইতুল মাল সেক্রেটারি, জামিনুল ইসলাম, অফিস, প্রচার ও মিডিয়া সেক্রেটারি, মোঃ জাহাঙ্গীর আলম প্লাবন, তারবিয়াত, তালিমুল কুরআন ওলামা ও আন্তধর্মীয় সেক্রেটারি -মাওলানা শামসুল আলম, সংগঠন বিভাগ -আমীর হোসেন,
শ্রমিক ও আইন আদালত এবং মানবাধিকার বিভাগ -মাওলানা আব্দুর রহমান, পেশাজীবি বিভাগ -ইসমাঈল হোসেন।
কমিটি ঘোষণা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও নির্বাচন কমিশনার, সৈয়দ রোকনুজ্জামান।
এদিকে বাংলাদেশের সর্ববৃহত ইসলামি সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা সদর উপজেলা শাখার নবাগত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, গাইবান্ধা সদর উপজেলার সর্বস্তরের জনগণ।



