২৪শে ডিসেম্বর গাইবান্ধায় আসছেন আমীরে জামায়াত

২৪শে ডিসেম্বর গাইবান্ধায় আসছেন আমীরে জামায়াত

গাইবান্ধা প্রতিনিধি: 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা: শফিকুর রহমান আগামী (২৪ ডিসেম্বর) মঙ্গলবার  গাইবান্ধায়  সফরে আসছেন। সকাল ১০ টায় ঐতিহাসিক ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে, বাংলাদেশ জামায়াতে ইসলামী  গাইবান্ধা জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে  প্রধান অতিথির ভাষন দিবেন। জেলা জামায়াতের আমীর, জননেতা আব্দুল করিম সরকারের সভাপতিত্বে  সমাবেশে বিশেষ অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম , কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন,অধ্যাপক

মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয়  সভাপতি রাজিবুর রহমান পলাশ।  দীর্ঘ প্রায় যুগ পর এই  মাঠে প্রকাশ্য সমাবেশ করছে জামায়াত। ২০০২ সালে জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা শহীদ দেলওয়ার হোসেন সাঈদী  এই মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য রাখেন।  এরপর এই মাঠে আর কোন প্রকাশ্য সমাবেশ করতে পারেনি জামায়াত। ফলে এবারের সমাবেশকে ঘিরে সারা জেলায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দলমত নির্বিশেষে সকল মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন ডা: শফিকুর রহমান। তাঁকে একনজর দেখার জন্য সবার মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তার মানবিক দিকগুলো দেশবাসীকে আকৃষ্ট করছে। 

 এ ছাড়া জামায়াত-শিবিরের নেতাকর্মিদের মাঝেও ব্যাপক উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জামায়াত-শিবিরের নেতাকর্মিরা সমাবেশ সফল করতে দিনরাত পরিশ্রম করছেন। শনিবার দুপুরে  জামায়াতে  স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি মোঃ ওমর সানি, জেলা কর্ম পরিষদ সদস্য সাইদুর রহমান,  শহর ওলামা বিভাগের সভাপতি মাওলানা জোবায়ের আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামি গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান  বলেন,  আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের প্রথম সমাবেশ এটি।  এজন্য সমাবেশকে সর্বাত্মকভাবে আকর্ষনীয় ও সফল করতে সম্ভব সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *